ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে ‘শুটার ফয়সাল’-এর বাবা মো. হুমায়ুন কবির ও মা মোসাম্মৎ হাসি বেগম আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন এবং পরে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিএমপি সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর রাতে র্যাব দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাদের আটক করে। মামলাটি ১২ ডিসেম্বর পুরানা পল্টনে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে শরিফ ওসমান হাদি গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন। ইতিমধ্যে ফয়সালের স্ত্রী, শ্যালক ও সহযোগীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনাটি রাজনৈতিক সহিংসতার নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে, এবং তদন্ত সংস্থাগুলো হামলার পেছনের উদ্দেশ্য ও নেটওয়ার্ক খুঁজে বের করতে কাজ করছে।