নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে আবাসননীতি, স্থানীয় বিধিনিষেধ এবং বিদ্যুৎ খরচ কমানোর উপায় নিয়ে আলোচনা হয়। ওভাল অফিসে মামদানির সঙ্গে কেবল তার চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন। রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও বৈঠকটি ইতিবাচকভাবে শেষ হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প মামদানির প্রশংসা করেন। মামদানি সিএনএনকে জানান, বৈঠকে অভিবাসন ইস্যুও আলোচিত হয়েছে এবং নিউইয়র্ক ‘স্যাংকচুয়ারি সিটি’ হিসেবে আইন অনুযায়ী সীমিত সহযোগিতা অব্যাহত রাখবে। মানবাধিকার সংস্থাগুলো শহরে অভিবাসনবিরোধী অভিযানের বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি জানান, তিনি এখনো ট্রাম্পকে ফ্যাসিবাদী মনে করেন। ব্রঙ্কসের এক চার্চে তিনি বলেন, মেয়র হিসেবে তার দায়িত্ব হলো সব পক্ষের সঙ্গে কাজ করা, এমনকি যারা তার বিরোধিতা করেছেন তাদের সঙ্গেও।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।