ময়মনসিংহে দিপু চন্দ্র দাস ও লক্ষ্মীপুরে শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী রোববার এক বিবৃতিতে বলেন, এসব নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে বলা হয়, দিপু চন্দ্র হত্যাকাণ্ডটি ধর্মীয় ছদ্মবেশে পরিকল্পিতভাবে সংঘটিত হলেও এর পেছনে শ্রমিক-মালিক দ্বন্দ্ব জড়িত থাকতে পারে। হেফাজত দীর্ঘদিনের বিচারহীনতা ও আইনের শাসনের অভাবকে সামাজিক অস্থিরতার মূল কারণ হিসেবে উল্লেখ করে। তারা আরও দাবি করে, রাজনৈতিক বিভাজন ও অবিশ্বাস বাড়াতে নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলছে।
ওসমান হাদির মৃত্যুর পর সহিংস প্রতিক্রিয়ার ঘটনায় হেফাজত শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানায়। সংগঠনটি সরকারকে গোয়েন্দা তৎপরতা ও আইন-শৃঙ্খলা জোরদারের আহ্বান জানায়, যাতে নির্বাচনের আগে কোনো সহিংসতা না ঘটে।
দিপু চন্দ্র ও আয়েশা হত্যায় হেফাজতের নিন্দা, দ্রুত বিচার ও শান্তির আহ্বান