মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন—শামিম রহমান, মিজান রহমান ও রবিউল ইসলাম জুয়েল। তাদের কাছ থেকে হাইয়েস মাইক্রোবাস ও নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ২৬ জুন দুপুরে নবাবপুর থেকে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে দুই কর্মচারীকে অপহরণ করে টাকা লুট করে চক্রটি। পরে তাদের হাত-পা বেঁধে নারায়ণগঞ্জে ফেলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকাসহ ঝালকাঠিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের ধরা হয়। ডিবি জানায়, মিজান পূর্বেও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
মতিঝিলে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।