প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে আজই একটি অ্যাডভাইজরি টিম গঠন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে একাধিক পদ্ধতি দরকার। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে প্রবাসীদের ভোটের অধিকার দেওয়ার কথা বলেছেন। আমরা ১৭৮টি দেশে স্টাডি করে দেখেছি ১১৫টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে। সবচেয়ে অনুসৃত পদ্ধতি হচ্ছে দূতাবাসে, এরপর হচ্ছে পোস্টাল ব্যালট, এরপর হচ্ছে অনলাইন বা প্রক্সি ভোটিং। বাংলাদেশের প্রবাসীদের যে বিস্তৃতি তাতে দূতাবাসে সেটা সীমিত। এজন্য তিনটি পদ্ধতিকে শর্ট লিস্ট করেছি– পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং। তিনি জানান, এই তিন পদ্ধতি নিয়েই গবেষণামূলক কাজ চলছে।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আজই অ্যাডভাইজরি টিম গঠন: ইসি সানাউল্লাহ