বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মুহা. মহিউদ্দিন খান সভাপতি নির্বাচিত হয়েছেন। আশিকুর রহমানকে সেক্রেটারি এবং মু. সাজ্জাদ হোসাইন খানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার সকালে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এই নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন হয়।
কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ শেষে নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মহিউদ্দিন খানকে সভাপতি ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শে নবনির্বাচিত সভাপতি আশিকুর রহমান ও মু. সাজ্জাদ হোসাইন খানকে যথাক্রমে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।
২০২৬ সেশনে ঢাবি শিবিরের সভাপতি নির্বাচিত হলেন মহিউদ্দিন খান