২০২৫ সালের ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার পশ্চিম তীরে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির ওপর গাড়ি চালিয়ে দেন ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) এক সদস্য। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি বন্দুক কাঁধে ঝুলিয়ে একটি এটিভি গাড়ি চালিয়ে নামাজরত ফিলিস্তিনিকে ধাক্কা দেন এবং পরে তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেন। আইডিএফ নিশ্চিত করেছে, গাড়িচালক একজন রিজার্ভ সৈন্য ছিলেন এবং তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আহত ফিলিস্তিনির নাম মাজদি আবু মুখো। ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর বাবা জানান, বর্তমানে তিনি বাড়িতে থাকলেও দুই পায়ে তীব্র ব্যথা রয়েছে এবং অভিযোগ করেন যে সেনা তার ছেলের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়েছিল। জাতিসংঘের তথ্যমতে, ২০২৫ সালে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার রেকর্ড হয়েছে, যা বছরটিকে সহিংস হিসেবে চিহ্নিত করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের আগ্রাসনে গাজায় ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
পশ্চিম তীরে নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি তুলে আহত করায় বিশ্বজুড়ে নিন্দা