আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং বিনিয়োগ প্রোফাইল ও ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা সম্পর্কে ভালো জ্ঞানসহ কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক পাওয়া যাবে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে (www.aibl.com.bd)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট প্রধান পদে আবেদন শুরু