বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে নিজের শপথ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন। উপদেষ্টার দুর্নীতির তদন্তে দুদককে আহ্বান জানিয়েছেন তিনি। ইশরাক সতর্ক করেছেন, সংকট সমাধান না হলে আবার রাজপথে আন্দোলন হবে। অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনার পাশাপাশি তিনি অভিযোগ করেন, উপদেষ্টা তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক করতে রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছেন। শপথ দাবিতে চলমান আন্দোলন দ্বিতীয় মাসে গড়িয়েছে।
সরকারি উপদেষ্টা আসিফের পদত্যাগ চান ইশরাক, আবার আন্দোলনের হুঁশিয়ারি