Web Analytics

রাশিয়ার ব্যাটলগ্রুপ সাউথ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তাদের বাহিনী ২৩০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। রুশ মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ তাস সংবাদ সংস্থাকে জানান, রুশ বাহিনী ইউক্রেনের পাঁচটি সাঁজোয়া যান, ১৯টি গাড়ি, চারটি ফিল্ড আর্টিলারি গান, একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং কয়েকটি গোলাবারুদ ও জ্বালানির গুদাম ধ্বংস করেছে। ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের ইউএভি নিয়ন্ত্রণকেন্দ্র, স্টারলিংক টার্মিনাল ও যোগাযোগ অ্যান্টেনায় আঘাত হানে। এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া শান্তির পক্ষে থাকলেও সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, ‘সবচেয়ে ভালো ফলাফলের আশা করতে হবে, তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকতে হবে।’ রাশিয়ার বেলজিয়াম দূত ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধ প্রস্তুতির বিষয়ে সতর্ক করার পর পেসকভ এই মন্তব্য করেন। ক্রেমলিন পশ্চিমা জোটগুলোর সামরিক প্রস্তুতিকে উত্তেজনা বৃদ্ধির কারণ হিসেবে দেখছে।

29 Nov 25 1NOJOR.COM

রাশিয়ার দাবি, ২৩০ ইউক্রেনীয় সেনা নিহত; ন্যাটোর সঙ্গে সংঘাতের আশঙ্কা বাড়ছে

Person of Interest

logo
No data found yet!