এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম দখলদার, চাঁদাবাজ ও মাদক কারবারিদের নির্বাচনে বয়কটের আহ্বান জানিয়েছেন। শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে তিনি বলেন, যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে কিন্তু রাতে মাদক বিক্রির লাভ নেয়, তাদের ১২ ফেব্রুয়ারি বয়কট করতে হবে।
তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচন নির্ধারণ করবে দেশ সামনে এগোবে নাকি আবারও চাঁদাবাজি ও দুর্নীতির দিকে ফিরে যাবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের উল্লেখ করে তিনি বলেন, একটি ধাপ অতিক্রম করা হয়েছে এবং এখন চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার সময়। বক্তৃতায় তিনি বিচার, বৈষম্যহীনতা ও জনতার ক্ষমতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সার্জিস আলম ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, এই বিজয়ের মাধ্যমেই নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হবে।
সার্জিস আলমের আহ্বান, ১২ ফেব্রুয়ারি দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের বয়কট করুন