সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে বিলেশী মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। বিজিবি দাবি করেছে, আটককৃত ব্যক্তি মাদক কারবারি। আটককৃত ব্যক্তি তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রামের বাসিন্দা। নাম জালাল। রোববার সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, বিজিবির টহলদল সীমান্ত গ্রাম থেকে ১০ বোতল বিদেশী মদ ও বিয়ারের চালানসহ জালালকে আটক করে তাহিরপুর থানায় মামলা করে হস্তান্তর করে।