জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। জানাজা শেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। দাফনের পর বিশেষ মোনাজাতে সহযোদ্ধা, স্বেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। শোকাহত পরিবেশে অনেকেই কান্নায় ভেঙে পড়েন, কেউ কোরআনের আয়াত পাঠ করেন।
মোনাজাত পরিচালনা করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। তিনি দোয়ায় হাদির রুহের মাগফিরাত ও পরিবারের ধৈর্যের জন্য প্রার্থনা করেন। উপস্থিত সবাই নীরবতায় দাঁড়িয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান।
ওসমান হাদির মৃত্যু ইনকিলাব মঞ্চ ও সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে গভীর শোকের সৃষ্টি করেছে। সহযোদ্ধারা তার আদর্শ ও আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন, পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির জানাজায় সহযোদ্ধাদের অশ্রুসিক্ত বিদায়