গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে। ২-১টি দলের সঙ্গে সখ্যতা গড়ে তাদের কাজ চালাতে চাচ্ছে। যারা দলবাজি করবে, তাদের পরিণতি হারুন-বেনজিরদের মতো হবে। নুর বলেন, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলো নিজদের সুযোগ-সুবিধা নিশ্চিত ও আধিপত্য কায়েমে ব্যস্ত হয়ে গেছে। যে কারণে আওয়ামী ফ্যাসিবাদীরা রাজপথে নেমে হুঙ্কার দিচ্ছে। আরো বলেন, 'ফ্যাসিবাদী রাষ্ট্রকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে প্রয়োজন সংস্কার। তবে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কোনো বিকল্প নেই। জুলাই গণহত্যার বিচারের কোনো অগ্রগতি না হলে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে দাঁড়াবে গণঅধিকার পরিষদ।’
প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে, তাদের পরিণতি হারুন-বেনজিরদের মতো হবে: নুর