চারুকলা অনুষদের বানানো ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাবয়ব ও শান্তির পায়রার কিছু অংশ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। এছাড়াও একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, আমরা অনুমান করছি কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আবার তা নাও হতে পারে। ঘটনাস্থলে সিসি ক্যামেরা ছিল। ক্যামেরার পাসওয়ার্ড ভুলে যাওয়ায় এখনো ফুটেজ দেখা সম্ভব হয়নি। তবে ভিন্নভাবে এ ফুটেজ দেখার চেষ্টা চলছ। মোটিফ নতুন করে তৈরি করার বিষয়ে অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, এটা তো চারুকলা ও শিল্পীদের কাজ। এই ঘটনার পরবর্তী সময়ে তারা যেভাবে চাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেভাবে সহায়তা করবে।