সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। ঘোষণায় বলা হয়েছে, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
দাফনের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন হবে এবং সেখানে সাধারণ জনগণের প্রবেশাধিকার থাকবে না। খালেদা জিয়া ৪১ বছর ধরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
জানাজা ও দাফন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে।
বুধবার ঢাকায় খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় অংশগ্রহণে সরকারের নির্দেশনা