সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের মানুষের কল্যাণে রাজনৈতিক ও সামাজিক বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নোয়াখালীর সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল আয়োজিত সেনবাগ মুক্ত দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নানা ইস্যুতে মতভেদ থাকলেও ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা গেলে প্রশাসনিক জটিলতা দূর হবে এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল আজিম চৌধুরী এবং উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা ভূঁইয়া, আবু তাহেরসহ স্থানীয় বিএনপি নেতারা। ফারুকের বক্তব্যে জাতীয় ঐক্য ও সহযোগিতার আহ্বান প্রতিফলিত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।