চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে মনাকষা বিওপির রাঘববাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এক সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেলে তার ফেলে যাওয়া ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, এসব অস্ত্র আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতার উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এর আগে ১৫ ডিসেম্বর একই ব্যাটালিয়ন আরও চারটি বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছিল।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ নির্বাচনী সময়ে সহিংসতার ঝুঁকি বাড়ছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল উদ্ধার, নির্বাচনী নাশকতার আশঙ্কা