বরগুনার পাজরাভাঙা গ্রামের এক অসহায় কৃষাণীর মাঠের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। জানা গেছে, ঢাকায় কর্মরত স্বামী বেল্লাল মিয়ার অনুপস্থিতিতে গৃহবধূ আসমা বেগম নিজেই জমির ধান কেটে ঘরে তুলতে গিয়ে শ্রমিক ও ধান কাটা যন্ত্রের অভাবে বিপাকে পড়েন। মাঠ থেকে সবার ধান তুলে নিলেও তিনি কেটে ঘরে তুলতে পারেননি। তার ধান মাঠে পেকে নষ্ট হচ্ছে। খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে তালতলী উপজেলা কৃষক দল সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর-রশিদ নেতাকর্মীদের নিয়ে তার জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দেন।
অসহায় কৃষাণীর মাঠের ধান কেটে দিল তালতলী কৃষক দল