রাজনীতিতে যারা একেবারে এতিম, তারা পিআর বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি চায়, বলেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে পিআর পদ্ধতি নিয়ে সমালোচনা রয়েছে এবং বাংলাদেশে মানুষ এ নিয়ে কোনো ধারণা রাখে না। পিআর হলে ভোটার পছন্দের প্রার্থীকে নয়, দল নির্ধারণ করা প্রতিনিধিকে ভোট দেয়, যা গ্রহণযোগ্য নয় এবং এতে জনগণ বিভ্রান্ত হবে। রিজভী নির্বাচনের পেছনে ষড়যন্ত্রের কথাও উল্লেখ করে বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচন করে সফল হয়েছেন, এখন যারা সংস্কারের কথা বলছেন তারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তিনি বলেন, সংস্কার করবে নির্বাচিত পার্লামেন্ট, বিল্ডিং না থাকলে সংস্কার কিভাবে হবে। অনুষ্ঠানে আমিনুল হক নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান এবং সর্বত্র নিম গাছ লাগানোর ঘোষণা দেন।
রাজনীতিতে যারা একেবারে এতিম, তারা পিআর বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি চায়: রিজভী