বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটকে সামনে রেখে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। শুক্রবার দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই বার্তায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এবং এ সময় রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার আশঙ্কা থাকতে পারে। মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় জনসমাগম এড়িয়ে চলা এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও সংঘাতময় হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। নাগরিকদের আশপাশ সম্পর্কে সচেতন থাকা, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করা এবং যোগাযোগের জন্য মোবাইল ফোন চার্জ রাখা পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচল এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সে অনুযায়ী, মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সেবা দেবে।
দূতাবাস নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা ও বিকল্প চলাচলের পথ নির্ধারণের আহ্বান জানিয়েছে।
১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে বাংলাদেশে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলল দূতাবাস