Web Analytics

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল অভিযোগ করেছেন যে, তার ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জারে ভয়েস এসএমএস পাঠিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, ‘ইসলামী শ্রমিক আন্দোলন ওমরপুর শাখা’ নামে একটি অজ্ঞাত ফেসবুক পেইজ থেকে ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, অপপ্রচার ও হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেনের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি ওই ফেসবুক পেইজ থেকে প্রকাশিত একটি লাইভ ভিডিওতে মোস্তফা কামালকে উদ্দেশ করে ভীতিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। মোস্তফা কামালের দাবি, এসব কর্মকাণ্ড তার নির্বাচনি প্রচারে বাধা সৃষ্টি করছে এবং তার ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে। তিনি সংশ্লিষ্ট ফেসবুক পেইজ অ্যাডমিনের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, অভিযোগটি পাওয়া গেছে এবং নির্বাচন অনুসন্ধান টিম তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

28 Jan 26 1NOJOR.COM

ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থীকে ফেসবুক ভয়েস এসএমএসে প্রাণনাশের হুমকি

Person of Interest

logo
No data found yet!