সৌদি আরবের মক্কা অঞ্চলের আল লিথ প্রশাসনিক এলাকায় লোহিত সাগর থেকে দুই বাংলাদেশি নাবিককে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সমুদ্রে জাহাজটি ভেঙে যাওয়ার পর তারা আটকা পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এবং নিরাপদে তাদের তীরে নিয়ে আসে।
এক বিবৃতিতে সীমান্তরক্ষী বাহিনী সকল নাবিককে সমুদ্রযাত্রার আগে নিরাপত্তা নির্দেশনা মেনে চলা ও জাহাজের চলাচল উপযোগিতা যাচাই করার আহ্বান জানিয়েছে। এছাড়া মক্কা, মদিনা ও পূর্ব প্রদেশে জরুরি অবস্থায় ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৪ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনাটি সৌদি আরবের উপকূলীয় নিরাপত্তা ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টার প্রতিফলন, বিশেষত লোহিত সাগরের ব্যস্ত নৌপথে নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে।
লোহিত সাগরে জাহাজ ভেঙে দুই বাংলাদেশি নাবিককে উদ্ধার করেছে সৌদি সীমান্তরক্ষী বাহিনী