জুলাই ঘোষণাপত্রের প্রস্তাব করাসহ চার সিদ্ধান্ত নিয়েছে জুলাই ঐক্য। সিদ্ধান্তগুলো হলো- জুলাই ঐক্য বিপ্লবী জুলাই ঘোষণাপত্র সরকারের কাছে প্রস্তাব করবে; জুলাইয়ের চেতনা ধারণকারী সব সংগঠনকে ঐক্যবদ্ধ করবে; ৩ দফা দাবি পূরণে সরকারের পদক্ষেপগুলোকে পর্যবেক্ষণ করা হবে এবং বিভিন্ন সেক্টরে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান করা হবে। নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ২ হাজার শহিদের রক্তের ওপরে আমরা আজ দাঁড়িয়ে আছি। গত বুধবার ‘জুলাই ঐক্য’র ঘোষণা করি। যেখানে বর্তমানে ৬০ এরও অধিক সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে ১৪ দল এবং সব সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবসহ ৪ সিদ্ধান্ত নিল জুলাই ঐক্য