ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের (পিআইসিটি) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান মেডলগের অঙ্গপ্রতিষ্ঠান মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। শনিবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন টার্মিনালের উদ্বোধন করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানে উন্নীত হলে অভ্যন্তরীণ কন্টেইনার চলাচল বৃদ্ধি পাবে এবং মাল্টিমোডাল পরিবহন সংযোগ আরও শক্তিশালী হবে, যা দেশের বন্দর ব্যবস্থাপনা ও নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন করবে।
নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী জানান, ২২ বছরের কনসেশন চুক্তির আওতায় টার্মিনালে পণ্য পরিবহন কার্যক্রম আরও গতিশীল হবে এবং এটি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের এই উদ্যোগ নির্ধারিত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রায় ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি এক দশক ধরে লোকসানে চলছিল, যার ফলে সরকার দক্ষ বেসরকারি ব্যবস্থাপনার আওতায় পরিচালনার সিদ্ধান্ত নেয়।
গত নভেম্বরে স্বাক্ষরিত চুক্তির আওতায় মেডলগ বাংলাদেশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে অংশীদারিত্বে টার্মিনালের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের দায়িত্ব পেয়েছে।
সুইস মেডলগের ব্যবস্থাপনায় পানগাঁও কন্টেইনার টার্মিনালের কার্যক্রম শুরু