চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় সোয়া ১১টায় তিনি পৌঁছান। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা জাপানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। প্রেস সচিব জানান, ড. মুহাম্মদ ইউনূসের এই সফরে বাংলাদেশের ১ লাখ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতারবাড়ি-মহেশখালীর প্রকল্পসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি গুরুত্ব পাবে। এ ছাড়া জাপানি প্রতিষ্ঠান জাইকার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।