Web Analytics

প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় যুক্ত হয়েছেন গীতিকার ও সুরকার হিসেবে। তিনি ‘ঝামেলা’ নামের একটি চলচ্চিত্রের জন্য তিনটি গান লিখেছেন ও সুর করেছেন। তবে তিনি নিজে গান গাইছেন না; তার লেখা ও সুর করা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ইয়ামিন ইলান পরিচালিত এই সিনেমায় মোট ছয়টি গান থাকবে, যার সংগীত পরিচালনা করেছেন উজ্জল সিনহা ও আজমির বাবু।

দিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত পারিবারিক গল্পনির্ভর ‘ঝামেলা’ ছবিটি প্রযোজনা করছেন দিয়া রইস। এতে অভিনয় করেছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা ও সাবেরি আলমসহ অনেকে। পরিচালক ইয়ামিন ইলান জানিয়েছেন, এটি সম্পূর্ণ বাংলাদেশি সিনেমা, কোনো বিদেশি আদলে নয়, এবং এর শুটিং হয়েছে ঢাকা ও গাজীপুরে।

পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি এ বছরের কোনো এক ঈদে মুক্তি পাবে।

21 Jan 26 1NOJOR.COM

কবীর সুমনের লেখা ও সুরে আসিফ আকবরের কণ্ঠে ঢাকাই সিনেমা ‘ঝামেলা’

Person of Interest

logo
No data found yet!