শুক্রবার রাতে জামালপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে ভিজিডির ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। কাচিহারা গ্রামের আজগর আলীর বসতবাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি তারা। ক্যাপ্টেন আহসান জানান, ভিজিডির চাল মজুদ করে রাখা হচ্ছে এমন খবরে শুক্রবার রাতে আজগর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৬০৩ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়। কিন্তু যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাল কালো বাজারিরা পালিয়েছেন।
জামালপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে ভিজিডির ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। অভিযানে কাউকে আটক করতে পারেনি।