সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামি ব্যাংক থেকে গত দুই দিনে গ্রাহকরা ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন করেছেন, একই সময়ে নতুন আমানত জমা হয়েছে ৪৪ কোটি টাকা। সোমবার ঢাকায় বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান। তিনি বলেন, নতুন স্কিম ঘোষণার পর আশঙ্কা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং প্রত্যাশার তুলনায় কম টাকা উত্তোলন হয়েছে।
গভর্নরের তথ্য অনুযায়ী, দুই দিনে মোট ১৩ হাজার ৩১৪টি লেনদেন হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ৬৬ কোটি টাকা উত্তোলন হয়েছে এক্সিম ব্যাংক থেকে। তিনি আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, তাদের সব আমানত নিরাপদ রয়েছে এবং নতুন আমানতকারীরাও যেকোনো সময় টাকা তুলতে পারবেন।
গভর্নরের এই বক্তব্য সমস্যাগ্রস্ত ইসলামি ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুই দিনে পাঁচ ইসলামি ব্যাংক থেকে ১০৭ কোটি টাকা উত্তোলন, আমানত নিরাপদ বললেন গভর্নর