অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রায় ৬০ বছর পর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয়ে ফিরে যান। রোববার দুপুরে বিদ্যালয়ের মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ রাশেদুল ইসলাম এবং উপদেষ্টার স্কুলজীবনের বন্ধু মহিউদ্দিন আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয় জাতীয়করণ, একাডেমিক ভবন নির্মাণ ও খেলার মাঠ সংস্কারের দাবি জানানো হয়। এসব বিষয়ে তৌহিদ হোসেন আশ্বাস দেন এবং বিদ্যালয়ের প্রতি তার আবেগঘন স্মৃতি তুলে ধরেন।
তিনি বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখেন ও শৈশবের স্মৃতিচারণ করেন। স্থানীয়রা এই সফরকে শিক্ষা উন্নয়ন ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক জোরদারের ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
৬০ বছর পর নীলফামারীর শৈশবের বিদ্যালয়ে ফিরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন