বাংলা ভাষা আন্দোলনের প্রবীণ সৈনিক ও শতবর্ষী সমাজকর্মী সামসুল ইসলাম হায়দার শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের বাসিন্দা ছিলেন। শনিবার দুপুরে ষাইটকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী হায়দার পরবর্তীতে উপজেলার পুলেরঘাটে কালিয়াচাপড়া চিনিকল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রথমে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাকে একজন নিবেদিতপ্রাণ ভাষা সৈনিক ও সমাজসেবক হিসেবে স্মরণ করছেন, যিনি শ্রমিক অধিকার ও ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
ভাষা সৈনিক সামসুল ইসলাম হায়দার শতবর্ষে ঢাকায় ইন্তেকাল করেছেন