ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। শনিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে যাকাত কনফারেন্স ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন এ কনফারেন্সের আয়োজন করে।
তিনি বলেন, দেশের ধনী ব্যক্তিরা যদি যথাযথভাবে যাকাত প্রদান করেন এবং তা সুষ্ঠুভাবে বিতরণ করা যায়, তবে দারিদ্র্য বিমোচন ও বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমানো সম্ভব। দারিদ্র্যকে তিনি জাতির জন্য অভিশাপ হিসেবে উল্লেখ করে বলেন, শক্তিশালী অর্থনীতি রাষ্ট্রে স্থিতিশীলতা আনে। ইসলামের প্রাথমিক যুগে রাষ্ট্রীয়ভাবে যাকাত আহরণ ও বিতরণের ফলে হযরত ওমর (রা.)-এর খেলাফতের সময় দারিদ্র্য প্রায় বিলুপ্ত হয়েছিল।
তিনি আরও বলেন, শরিয়াহভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাবে দেশে যাকাত আহরণ ও বিতরণ কার্যক্রম এখনো সংগঠিত হয়নি। তিনি শরিয়তের বিধান অনুযায়ী যাকাত আদায়ে সবাইকে আহ্বান জানান এবং মানবিক কার্যক্রমের জন্য মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দশ বছরে দারিদ্র্য দূর সম্ভব বলে মত ধর্ম উপদেষ্টার