বাংলাদেশের অর্থ বিভাগ সরকারি আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ২৬টি খাতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছে। অর্থ সচিব ড. মোহাম্মদ খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নতুন এই আর্থিক ক্ষমতা আদেশের মাধ্যমে মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোর গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে।
আদেশ অনুযায়ী, পদ সৃষ্টি বা বিলুপ্তি, বেতনক্রম পরিবর্তন, যানবাহন ক্রয়, আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা গ্রহণ, দৈনিকভিত্তিক শ্রমিক নিয়োগসহ বিভিন্ন প্রস্তাব অর্থ বিভাগে পাঠাতে হবে। বাজেট বরাদ্দের অতিরিক্ত ব্যয়, রাজস্ব ও মূলধন ব্যয়ের পুনঃউপযোজন, ১৫ হাজার টাকার বেশি সম্মানী প্রদান, বিদেশ সফরে নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয়, কর ও ফি সংক্রান্ত প্রস্তাব এবং আর্থিক সংশ্লেষযুক্ত নীতি প্রণয়নেও অনুমোদন নিতে হবে।
এছাড়া ঋণ ও সরকারি গ্যারান্টি প্রদান, রাজস্ব দাবি মওকুফ, বেসরকারি সদস্য ও বিদেশি বিশেষজ্ঞদের ভাতা অনুমোদনসহ অন্যান্য আর্থিক বিষয়ও অর্থ বিভাগের পূর্বানুমোদনের আওতায় আনা হয়েছে।
২৬ খাতে অর্থ বিভাগের অনুমোদন বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি