বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ১৭ নভেম্বর নিউইয়র্ক থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অভিযুক্তরা নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব পাননি, যা ন্যায়বিচারের মানদণ্ডের পরিপন্থী। সংস্থার ডেপুটি এশিয়া ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি বলেন, হাসিনার শাসনামলে সংঘটিত নির্যাতনের দায়ীদের জবাবদিহি করতে হবে, তবে তা আন্তর্জাতিক মানদণ্ড মেনে হতে হবে। মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়ে পাঁচ বছরের সাজা পেয়েছেন। এইচআরডব্লিউ আরও জানায়, জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের মধ্যে মানবাধিকার সহযোগিতা চুক্তির প্রেক্ষিতে মৃত্যুদণ্ড স্থগিত করা উচিত।
বাংলাদেশে অনুপস্থিতিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ