মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টা থেকে বিরত রাখতে সিনেটে একটি দ্বিদলীয় বিল উত্থাপন করা হয়েছে। ‘ন্যাটো ইউনিটি প্রটেকশন অ্যাক্ট’ নামের এই বিলটি মঙ্গলবার ডেমোক্র্যাটিক সিনেটর জিন শাহিন ও রিপাবলিকান সিনেটর লিসা মারকোস্কি উপস্থাপন করেন বলে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে। এতে পেন্টাগন বা পররাষ্ট্র দপ্তরের তহবিল ব্যবহার করে ন্যাটো সদস্য রাষ্ট্রের সার্বভৌম অঞ্চল অবরোধ, দখল, সংযুক্তি বা সামরিক অভিযান পরিচালনার বিরোধিতা করা হয়েছে।
সিনেটর শাহিন বলেন, ন্যাটো মিত্রের অধীনে থাকা অঞ্চল দখল বা নিয়ন্ত্রণের যেকোনো পদক্ষেপ জোটকে দুর্বল করবে। তিনি আরও বলেন, গ্রিনল্যান্ড নিয়ে সাম্প্রতিক বক্তব্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। সিনেটর মুরকোস্কি মন্তব্য করেন, মিত্রদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পদ ব্যবহার করা উদ্বেগজনক এবং কংগ্রেসের উচিত এটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা।
এর আগে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া বা চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা প্রয়োজন। ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কারণে যুক্তরাষ্ট্রের আগ্রহের কেন্দ্রবিন্দু।
গ্রিনল্যান্ড দখল ঠেকাতে ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে দ্বিদলীয় বিল উত্থাপন