ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এতিম শিশুদের শুধু ভরণ-পোষণ নয়, বরং তাদের স্বাবলম্বী করে তোলা জরুরি। তিনি বলেন, এতিমদের আত্মনির্ভরশীল ও শিক্ষিত করে গড়ে তুললেই লালন-পালনের সার্থকতা অর্জিত হয়। চট্টগ্রামের তনজিমুল মোছলেমীন এতিমখানায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা এতিমদের অবহেলা করে, মহানবী (সা.) তাদের মুমিন হিসেবে স্বীকৃতি দেননি। তিনি হাদিস উদ্ধৃত করে বলেন, যে ঘরে এতিমের সঙ্গে ভালো ব্যবহার হয়, তা সর্বোত্তম ঘর। তিনি এতিমদের শিক্ষা ও প্রশিক্ষণের উদ্যোগের জন্য এতিমখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এতিম শিশুদের ভরণ-পোষণ নয়, স্বাবলম্বী করে গড়ে তোলাই মূল দায়িত্ব: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন