প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, নির্বাচনের পর তিনি আগের কাজে ফিরে যাবেন এবং ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা তার নেই।
সাক্ষাতে ড. ইউনূস মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ‘থ্রি জিরো’—শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণ ও শূন্য সম্পদ কেন্দ্রীকরণ—ধারণা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জাপানি বিনিয়োগ বাড়ানো এবং আরো বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগ দেওয়ার আহ্বান জানান। আকিয়ে আবে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন।
বৈঠকে বিনিয়োগ, সামুদ্রিক গবেষণা এবং জাপানে নার্স ও কেয়ারগিভার নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ইউনূস জানান, মার্চের তৃতীয় সপ্তাহে তিনি টোকিও সফরে গিয়ে সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ সামুদ্রিক গবেষণা উদ্যোগে অংশ নেবেন, যার আওতায় তিনটি আদর্শ মৎস্যগ্রাম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রস্তুত সরকার, জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান ইউনূস