Web Analytics

বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী মঙ্গলবার ঢাকা-৫ আসনের ৭০নং ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগে অংশ নেন। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগে নবী উল্লাহ নবী জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত নগরায়ণ, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসা পেলে ঢাকা-৫ কে একটি বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক এলাকায় রূপান্তর করবেন এবং তরুণদের কর্মসংস্থান, নারীদের ক্ষমতায়ন ও মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নে কাজ করবেন।

স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ সমস্যা, বিশুদ্ধ পানির সংকট ও গ্যাস সমস্যার কথা তুলে ধরেন। নবী এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিএনপির স্থানীয় নেতারা তাকে একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনীতিক হিসেবে উল্লেখ করেন।

28 Jan 26 1NOJOR.COM

ঢাকা-৫ এ নাগরিকদের অভিযোগ শুনে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী নবী

Person of Interest

logo
No data found yet!