প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের পদক্ষেপ সঠিক ছিল না বলে জানিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। গত বছরের ৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি থাকলেও ১১ আগস্ট আপিলকারীদের না জানিয়ে দুদক মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আবেদন করে, যা আইনের লঙ্ঘন।
প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দুদকের মামলা বাতিল, "তড়িঘড়ি করে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া সঠিক ছিল না"