অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডকে চাপে ফেলে সিরিজ জয়ের একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল দ্বিতীয় ইনিংসে ৩৪৯ রানে অলআউট হয়ে ইংল্যান্ডের সামনে ৪৩৫ রানের বিশাল লক্ষ্য দেয়। চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২০৭ রান, জয়ের জন্য প্রয়োজন আরও ২২৮ রান। শেষ দিনে অস্ট্রেলিয়ার হাতে রয়েছে ৪ উইকেটের সুযোগ।
অজি অধিনায়ক কামিন্স বল হাতে দারুণ নেতৃত্ব দেন, বেন ডাকেটকে ফেরানোর পাশাপাশি অধিনায়ক হিসেবে ১৫০তম টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন। নাথান লায়ন শেষ সেশনে বেন স্টোকস ও জ্যাক ক্রলিকে ফিরিয়ে ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙে দেন। একমাত্র ক্রলি ৮৫ রানের ইনিংস খেলে কিছুটা লড়াই দেখান।
অস্ট্রেলিয়া যদি শেষ দিনে জয় পায়, তবে এটি হবে ২০০২–০৩ সালের পর নিজেদের মাটিতে সবচেয়ে দ্রুততম অ্যাশেজ সিরিজ জয়। ইংল্যান্ডের জন্য এটি আরেকটি হতাশাজনক অধ্যায় হতে যাচ্ছে, বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা ও নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে এই পারফরম্যান্স।
অ্যাডিলেডে ৪৩৫ রানের তাড়ায় বিপাকে ইংল্যান্ড, সিরিজ জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া