পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ৩০তম ও ৩১তম বিসিএসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ঘটে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ ছাড়াই অবৈধভাবে ৪১ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২৯তম বিসিএসেও ২১ জনকে ভুয়া ক্যাডারে নিয়োগ দেয় দলটি, যার তদন্ত চলছে দুদকের অধীনে। ওই ৪১ জন পিএসসির নন-ক্যাডার তালিকায় থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বাক্ষরিত আলাদা গেজেট জারি করে বেআইনি পদায়ন করা হয়। অনেককেই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে এবং তারা আওয়ামী লীগের অনুগত হিসেবে বিবেচিত। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সুপারিশ ছাড়া কেউ ক্যাডারে নিয়োগ পায় না এবং নন-ক্যাডার থেকে ক্যাডারে স্থানান্তর করার বিধান নেই।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ৩০তম ও ৩১তম বিসিএসে পিএসসির সুপারিশ ছাড়াই অবৈধভাবে ৪১ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়।