বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে না যেতে। শনিবার এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়াকে দেখতে গিয়ে অন্য রোগীদের চিকিৎসায় বিঘ্ন ঘটছে এবং হাসপাতালের পরিবেশে সমস্যা তৈরি হচ্ছে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে তার রোগমুক্তির জন্য দোয়া করার অনুরোধ জানান তিনি। রিজভী আরও জানান, খালেদা জিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। খালেদা জিয়া বর্তমানে ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন এবং ২৩ নভেম্বর থেকে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
খালেদা জিয়ার আরোগ্যের জন্য ঘরে বসে দোয়া করতে বিএনপির আহ্বান, হাসপাতালে ভিড় না করার অনুরোধ