Web Analytics

কলকাতার ব্যস্ততম এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে। তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে, সেখানেই ‘দলীয় দপতর’ খুলেছে পতিত আওয়ামী লীগ। সেখানকার এই ‘পার্টি অফিস’টি নতুন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। তবে এখনকার দপ্তর খুবই গোপন রেখেছে, কমপ্লেক্সে গিয়েও বোঝার উপায় নেই কোনটি আওয়ামী লীগের দপ্তর। কোনো সাইন বোর্ড, শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে। নেতারা জানান, ৩০-৩৫ জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। বড় বৈঠকের জন্য কোনো ব্যাংকয়েট হল বা কোনো রেস্তরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয়।

08 Aug 25 1NOJOR.COM

কলকাতায় গোপন দলীয় দপ্তর খুলেছে আওয়ামী লীগ, খুবই গোপনীয় ভাবে, রাখা হয়নি শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি।

Person of Interest

logo
No data found yet!