সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ আন্দোলনে নামছেন, গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগের দাবিতে। তার মন্তব্য—“বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান”—শিক্ষকদের ক্ষুব্ধ করেছে। বিকেল ৪টায় সারাদেশের উপজেলায় মানববন্ধন হবে। ২৬ জানুয়ারির চট্টগ্রামের এক সভায় তিনি এ মন্তব্য করেন, যা পরে বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেন। শিক্ষকদের মতে, তার মন্তব্য তাদের পেশার প্রতি অসম্মান প্রকাশ করে।