মোহাম্মদপুর ও আদাবরে বুধবার (১৬ জুলাই) রাতের প্রথম প্রহরে এক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। আদাবরের নবোদয় হাউজিং এলাকায় মোটরসাইকেলযোগে আসা তিনজন মুখোশধারীর গুলিতে নিহত হন গাড়িচালক ইব্রাহিম (২৯)। স্থানীয়রা ধাওয়া দিয়ে দুই হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে কিশোর গ্যাংয়ের হাতে খুন হন আল আমিন (২৭), যিনি পুলিশের সোর্স হিসেবে পরিচিত ছিলেন। আল আমিন কিছুদিন আগে গ্যাং সদস্য মোশারফের ভাইকে ধরিয়ে দিয়েছিলেন। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মোহাম্মদপুর ও আদাবরে বুধবার (১৬ জুলাই) রাতের প্রথম প্রহরে এক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটেছে।