আলী রীয়াজ বলেন, আবু সাঈদের মৃত্যুবার্ষিকী অর্থাৎ ১৬ জুলাই তারিখেই প্রত্যাশিত ‘জুলাই সনদ’ স্বাক্ষরের আশা ছিল। বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। সেটা না হলেও জুলাইয়ের মধ্যেই ‘জুলাই সনদ’ স্বাক্ষর করা হবে। তিনি বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ঐকমত্য কমিশন আগের জায়গা থেকে সরে এসেছে। রাজনৈতিক দলগুলোর অনেক প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। এখন দলগুলোকেও কিছুটা ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে। আরো বলেন, গণঅভ্যুত্থানে কোনো দলের পতাকা উড়েনি। বাংলাদেশের পতাকা উড়েছিল শুধু। ফলে দেশের স্বার্থ প্রাধান্য দিতে হবে। আলী রীয়াজ বলেন, জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে যাতে কেউ সংবিধান সংস্কার করতে না পারে তা সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
আবু সাঈদের মৃত্যুবার্ষিকী অর্থাৎ ১৬ জুলাই তারিখেই প্রত্যাশিত ‘জুলাই সনদ’ স্বাক্ষরের আশা ছিল। এখন বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে: আলী রীয়াজ