সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে শুক্রবার বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়া মাহফিলে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী ও মুসল্লিরা অংশ নেন। মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন। এ সময় দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি বিএনপির নেতাকর্মীদের মধ্যে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণের এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে, যেখানে তার অবদান ও দেশের কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।
গুলশান আজাদ মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফেরাতে বিএনপির দোয়া মাহফিল