অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা দ্রুত চালু ও সকল দেনা-পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষে মো. আবু সাইদ বলেন, গত ১০ বছর ধরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা দেশের অন্যতম সফল উদ্যোগ হলেও গত ১৯ জুন ব্যাংকটি হঠাৎ সারাদেশে সব এজেন্ট আউটলেট বন্ধ করে দেয়। ব্যাংক কর্তৃপক্ষ সাময়িক বন্ধের আশ্বাস দিলেও ছয় মাস পার হয়ে গেলেও তা চালু হয়নি। উদ্যোক্তারা অভিযোগ করেন, ব্যাংক ব্যবস্থাপনা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং এতে হাজারো উদ্যোক্তা আর্থিক সংকটে পড়েছেন। তারা ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা এবং হাইকোর্টের আদেশ বাস্তবায়নের মাধ্যমে দ্রুত এজেন্ট সার্ভিস চালুর দাবি জানান।
ছয় মাস বন্ধের পর অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভিস চালু ও বকেয়া পরিশোধের দাবি উদ্যোক্তাদের