আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে যমুনায় গণঅভ্যুত্থানের ছাত্রজনতার অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এতে অবস্থান নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু আমাদের আবারও এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করতে হচ্ছে।’ এ সময় তিনি ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ সহ নানা স্লোগান দেন।
অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম