আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়, গত ৮ জুলাই কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সেখানে ফ্যাসিস্ট লীগ ও সংশ্লিষ্ট ৩০০-৪০০ জন অংশ নেন। জানা গেছে, গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয় আওয়ামী, ছাত্র লীগের নেতাকর্মী ও অনুগতদের। লক্ষ্য ঢাকা দখল। যাতে মেজর সাদিক ও তার স্ত্রীর সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।